জামালপুরের বুড়োরাজ - বৈশাখী পূর্ণিমা।হিন্দু ও বৌদ্ধধর্মে এক অতি গুরুত্বপূর্ণ দিন।এই পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন।
পূর্ববর্ধমান জেলার পাথরের মন্দির বলতে জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দির।দোতালা চুড়াবিশিষ্ট ইঁট ও পাথরের অলঙ্কৃত ব্যতিক্রমী মিশ্ররীতির মন্দির।
কুমোর বা কুম্ভকার বাংলার অতি প্রাচীন এক জনজাতি। এরা শুধু ভূমিপুত্র নন,মাটির সঙ্গে আদ্যোপ্রান্ত জড়িয়ে আছেন।
প্রাচীনকাল থেকে বাংলার শিল্পীরা মাটি পাথর ধাতু আর কাঠ দিয়ে মূর্তি বা বিগ্রহ তৈরি করে আসছেন।
BACK TO TOP